Dark Mode Light Mode

৭ম তারাবীহ: দশম পারার মর্মার্থ

এখন থেকে ১ পারা করে পড়া হবে। সামনে হবে দশম পারা।

সূরা আনফালের কিছু অংশ দশম পারায় রয়েছে। আনফাল শব্দটি ‘নাফল’ এর বহুবচন। অর্থ গণীমতের সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ। এই সূরার প্রথম আয়াতটিতে একটি প্রশ্নের উত্তর দেয়া হয়েছে, যা গণীমতের সম্পদ সংক্রান্ত প্রশ্ন ছিল।

দশম পারার শুরুতে এ প্রশ্নের আরও বিস্তারিত উত্তর দেয়া হয়েছে। গণীমতের এক পঞ্চমাংশ রাসূলে আকরাম ﷺ, নবীজীর নিকটাত্মীয়, ইয়াতীম, দরিদ্র ও মুসাফিরদের দেয়া হবে আর অপর চারভাগ মুজাহিদদের মাঝে বণ্টন করা হবে।

গণীমতের সম্পদ বণ্টনের আলোচনার পর আবার বদর যুদ্ধের আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে কুরআন কারীম নিজ অভিনব শৈলীতে এমনভাবে বদর যুদ্ধের বিবরণ পেশ করেছে, যেন পাঠক বদর যুদ্ধকে দু’চোখে অবলোকন করছে। ইরশাদ হয়েছে, ঐ সময়কে স্মরণ কর, যখন তোমরা নিকটবর্তী অবস্থানে ছিলে আর তারা ছিল দূরবর্তী অবস্থানে, আর কাফেলা তোমাদের থেকে নিচু জমিতে অবতরণ করেছিল। (৪২)

পুরো পড়তে ক্লিক করুন: দশম পারা

আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

৬ষ্ঠ তারাবীহ: ষষ্ঠ দেড় পারার মর্মার্থ

Next Post

৮ম তারাবীহ: একাদশ পারার মর্মার্থ