মনে করুন আপনি বিদেশ গিয়েছেন। সেখানে গুনে গুনে ৬০/৭০ দিন থাকতে পারবেন। এমন জায়গায় গিয়েছেন যেখানে দ্বিতীয় বার আর কোনো দিন ফেরত আসা সম্ভবই হবে না। এটা খুব সিরিয়াসলি জানানো হয়েছে আপনাকে।
তাই যখন দেশে ফেরত যাচ্ছেন, সময় ঘনিয়ে এলো, খুবই জরুরি, খুবই ব্যক্তিগত সব জিনিস নিয়ে দেশে ফিরতে হবে। এটা মাথায় রেখে জরুরি জিনিসগুলো ব্যাগে বা স্যুট-কেসে খেয়াল করে করে ঢুকাচ্ছেন। যদি বাইচান্স জরুরি কোনো জিনিস এই পর-দেশে ফেলে যান তাইলে সর্বনাশ। আর ফেরত পাওয়ার আশা নাই…
পার্থিব ৬০/৭০ বছরের জীবন। দুনিয়াটা বিদেশ, আখেরাত আমাদের আসল দেশ। ঈমান ও নেক আমল সবচে জরুরি জিনিস যা গুছিয়ে-ঢুকিয়ে নিজের সঙ্গে দেশে নিয়ে যেতে হবে।
বুদ্ধিমানের মতন সবচেয়ে জরুরি জিনিসগুলো গুছিয়ে নেই ইনশাআল্লাহ?
লক্ষ করুন, মহামহিম আল্লাহ তাআলা কী অপূর্ব ভঙ্গিমায় বলেছেন (অর্থ):
যখন আকাশ বিদীর্ণ হবে,যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে, তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে। সূরা ইনফিতার ৮২:১-৫






