দোআসহজ আমল

আল্লাহ সুবহানু-ওয়া-তাআলার কাছে নিজেকে পুরোপুরি সোপর্দ করার একটি দোআ

হাদীসের এ দোআটির অর্থের প্রতি একটু লক্ষ করুন। আল্লাহ তাআলার কাছে নিজেকে পুরোপুুরি সোপর্দ করার (ও সর্বাত্মক সাহায্য চাওয়ার) একটি অনন্য দোআ। এভাবে আল্লাহ তাআলার কাছে নিজের অবস্থা পেশ করাটি বড় সৌভাগ্যের হবে ইনশাআল্লাহ।

اَللّٰهُمَّ إِنَّ قُلُوْبَنَا وَنَوَاصِيَنَا وَجَوَارِ حَنَا بِيَدِكَ، لَمْ تُمَلِّكْنَا مِنْهَا شَيْئًا، فَإِذَا فَعَلْتَ ذٰلِكَ بِهِمَا فَكُنْ أَنْتَ وَلِيَّنا، وَاهْدِنَا إِلٰى سَوَاءِ السَّبِيْلِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না কুলূবানা ওয়া নাওয়াসিয়ানা ওয়া জাওয়ারিহানা বিয়াদিকা লাম তুমাল্লিকনা মিনহা শাইআ, ফা ইযা ফা’আলতা যালিকা বিনা ফাকুন আনতা ওয়ালীঈয়ানা ওয়াদিনা ইলা সাওয়া ইসসাবীল।

অর্থ: ইয়া আল্লাহ! আমাদের অন্তর, আমাদের ঝুঁটি ও অমাদের অঙ্গসমূহ আপনারই কব্জায়। এর কোনো কিছুর উপরই আমাদের ক্ষমতা দেননি। সুতরাং আপনি যখন আমাদের সঙ্গে এ-ই করেছেন, তখন আপনিই হোন আমাদের সাহায্যকারী এবং আমাদেরকে প্রদর্শন করুন সোজা পথ। তিরমিযী

Last Updated on March 14, 2023 @ 3:35 pm by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *