জীবনে সময়ের বরকত পেতে হলে করণীয়: ১
জীবনে সময়ের বরকত পেতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শ্রেষ্ঠ ইবাদত নামাযকে সময়মত আদায়ে।
পুরুষদের সাধ্যমত জামআতে নামায পড়তে হবে। [মহিলাদের জন্য, আউয়াল অর্থাৎ, ‘ওয়াক্তের শুরুতে’ নামায পড়া জরুরি]
জামআতে নামায না পড়ে জীবনে সময়ের বরকতের সন্ধান করা নেহায়েত বোকামী।
যদি কেউ জামআত ছেড়ে দেয়াকে অভ্যাসে পরিণত করে এবং ‘নামায পরে পড়ব’ বলে পার্থিব কাজকে প্রাধান্য দিতে থাকে, সে নিজের ভীষণ ক্ষতি করল। আল্লাহ পাক যখন হুকুম করলেন “জামআতে নামায পড়” বান্দা তখনও জাগতিক কাজে ব্যস্ত রইল – এটা নিজের উপর অনেক বড় জুলুম।
জামআতে নামায আদায়কারী আল্লাহ পাকের বিশেষ রহমতে সময় ও কাজে অশেষ বরকত ও কল্যাণ অর্জন করে থাকে।
Last Updated on November 21, 2023 @ 7:57 am by IslamInLife বাংলা