রমযান চিরকাল জাহান্নাম থেকে বাঁচার উপায়
আমরা কে গুনাহগার নই? আমাদের মাঝে কে এমন আছে যে কিনা জাহান্নাম থেকে চিন্তামুক্ত?!
আল্লাহ তাআলা রাসূলে কারীম ﷺ এর উম্মতকে এমন সব সুযোগ করে দিয়েছেন যেন তারা একটু চেষ্টা করলেই জাহান্নাম থেকে চিরতরে বাঁচতে পারে। নিচের হাদীসটি পড়ুন ও চিন্তা করুন:
আল্লাহ তাআলা প্রতিদিন ইফতারে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন
সাইয়্যিদুনা জাবির রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন যে, প্রিয় নবী ﷺ বলেছেন (অর্থ): প্রতি ইফতারে [রমযানে], আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন এবং এটি প্রতি রাতে। সুনানে ইবনে মাজাহ
কোনো মুমিন তওবা-ইস্তেগফার ব্যতীত জীবনের একটি দিন অতিবাহিত করতে পারে না। স্বয়ং নামাযের মধ্যে যেমন হেদায়াতের দোআ করা শেখানো হয়েছে, নামাযে ইস্তেগফার করানোও শেখানো হয়েছে। হাদীসে নামাযের মাধ্যমে গুনাহ মাফের সুসংবাদও দেওয়া হয়েছে (যদিও তা কবীরা গুনাহ নয়, কারণ কবীরা গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য তওবার শর্ত)। মূলকথা, গুনাহ থেকে পবিত্র হওয়ার চেষ্টা মুমিন জীবনের প্রতি দিনের বরং প্রতি মুহূর্তের সাধনা।
রমযান তো কেবল গুনাহ মুক্তির পয়গাম দেয় না, বরং আজীবন জাহান্নাম থেকে বাঁচার পয়গাম দেয়! তাহলে চিন্তা করুন, রমযানকে কী পরিমাণ মূল্যায়ন করা উচিত?!
Last Updated on June 30, 2024 @ 3:09 pm by IslamInLife বাংলা