বিবিধ প্রবন্ধ

সেই দিনটি আসছে

পার্থিব জীবন পরীক্ষাগার। এখানের প্রতিটি মুহূর্তের পরীক্ষা হল কী অর্জন করছি। আজ কী অর্জন করছি সেটা অতি সত্ত্বর নিজ চোখে আমরা প্রত্যেকেই দেখব। মানুষ যেমন এ জীবনে তার বিভিন্ন পরীক্ষার ফলাফল নিজেই দেখে; একইভাবে এই পার্থিব জীবনে আমরা কে কী অর্জন করেছি সেটা বেশি স্পষ্ট ও পুঙ্খানুপুঙ্খভাবে দেখব।

এই চিন্তা চেতনা জাগ্রত রাখার মাঝে বহু কল্যাণ নিহিত। মানুষ স্মরণ রাখতে পারে তার একজন সৃষ্টিকর্তা আছে। তিনি সব সময় আমাদের দেখছেন। তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে ও আমাদের কাজকর্মের হিসাব দিতে হবে। ভালো-মন্দ সব কিছুর হিসাব হবে।

এ পার্থিব জীবনে তাঁর হুকুম লঙ্ঘনের অবকাশ দেওয়া হয়েছে। কর যা ইচ্ছা! কিন্তু মৃত্যুর পর এক জীবন আসছে। দুনিয়াতে কৃতকর্মের ফল ভোগের জায়গা সেটা। সেখানে করার কিছু নেই – যা করেছ তার ফল শুধু চাখ, তার ফল ভোগ কর। নিজেকে সৎ প্রমাণের আর কোনো সুযোগ সেখানে থাকবে না। হ্যাঁ, কেবল ফলাফল ঘোষিত হবে যে, অমুক দুনিয়াতে থাকতে এই করেছে আর এই তার ফলাফল। মৃত্যু পরবর্তী সেই জীবন অনন্ত-অসীম কালের। যার ফলাফল ভালো হবে সে কত সৌভাগ্যবান। যার ফলাফল খারাপ হবে সে কত হতভাগ্য।

সেই দিনটি আসছে যেদিন মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। কোনোদিন দুনিয়াতে আর ফিরে আসতে পারবে না। নেক আমলের সুযোগ পাওয়া তো দূরের কথা।

Last Updated on October 3, 2022 @ 9:55 am by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *