বিবিধ প্রবন্ধ

সাম্প্রতিক বিশ্বে মুসলিম উম্মাহ’র অবস্থা ও খবরাখবর প্রসঙ্গে

আমরা​ তো আল্লাহ তাআলার বান্দা ও প্রিয় নবীজি ﷺ-এর উম্মত। ​

সবসময়​​ প্রিয় নবীজি ﷺ-এর উম্মতের জন্য​ (যার মধ্যে অবশ্যই নিজে অন্তর্ভুক্ত, তাই নিজের জন্য) দোআ করে থাকি এবং সবসময় করব ইনশাআল্লাহ।

আমাদের একটি স্বাভাবিক অবস্থা হল নানান খবর আমাদের প্রভাবিত করে। যেটা পুরোপুরি মন্দ – তা বলা হচ্ছে না। কিন্তু মানুষের প্রচারিত খবরাখবর থেকেও আল্লাহ তাআলার নাযিলকৃত কুরআনে দেয়া​ উপদেশ, নির্দেশনা ও খবর এবং আমাদের রাসূল ​​ ﷺ-এর বাতলানো পথনির্দেশ​ অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ; এ কথাটি যেন আমরা ভুলে না যাই।

আমাদের​ প্রত্যেকের উচিত,​ দ্বীনি তালীম (শিক্ষা) ও তরবিয়ত (সংশোধন) গ্রহণে ও প্রচারে সজাগ হয়ে যাওয়া। উম্মতের জন্য আন্তরিকভাবে দোআ ও খেদমতে আরও নিয়োজিত হওয়া।

প্রত্যেক জাতি নিজ নিজ তালীম ও তরবিয়তে সজাগ। মুসলিম জাতি যখন বৃহত্তরভাবে নিজ তালীম ও তরবিয়তে সজাগ ছিল তাদের কারণে​ সারা​ জগতে রহমত বর্ষিত হয়েছে। আজ আমরা আল্লাহ ও রাসূল​ ​ﷺ -এর পথ থেকে​ বিমুখ হয়েছি; ক্ষতি সবার আগে আমাদেরই হয়েছে!

যা​ জানা বেশি জরুরি ছিল, তা জানিনি। যা বোঝা বেশি জরুরি ছিল, তা বুঝিনি। যা পড়া বেশি জরুরি ছিল, তা পড়িনি।​ নিজের সন্তানকেও সেই সুশিক্ষা ও দীক্ষায় গড়ে তুলিনি যেটা আল্লাহ ও রাসূল ​ﷺ -এর সুস্পষ্ট নির্দেশনা ছিল ও রয়েছে। এটা না করে কত বড় জুলুম যে নিজের উপর করেছি – তার কোনো হিসাবও নিজের কাছে নেই। এ আমরাই কিন্তু মুসলমানদের ওপর অত্যাচার ও অনাচারে অনেক বিস্মিত ও আবেগাপ্লুত। যেটা অবশ্যই ঈমানের দাবি। কিন্তু সাথে সাথে এ থেকে উত্তরণের পথ কী, ব্যক্তি হিসেবে আমার করণীয় কী, আমার ওপর পূর্ব থেকেই কী দায়-দায়িত্ব ছিল ও আছে – সেটা থেকে অনেকটা বেখবর। ইসলামকে জানিই নি, ইতিহাসও পড়িনি। কিন্তু দেশ-বিদেশের সব/আংশিক খবর আমার কাছে, তাও কেবল যতটুকু মিডিয়াতে আসছে।

প্রিয় মুসলিম ভাই-বোনেরা,

আসুন খাঁটিভাবে তওবা করি।​​ আসুন​ নিজের ও​ সবার কল্যাণকামী হই। আমাদের প্রিয় রাসূল ﷺ-এর উত্তম আদর্শকে আঁকড়ে ধরি​ সবাই​। দেখবেন এর সুপ্রভাব অতি অবশ্যই পড়বে।​ প্রথমে সেটা পড়বে আমার পরিবারে, তারপর পাড়ায়, এভাবে সমাজে, শহরে/গ্রামে ও দেশে এবং সারা পৃথিবীতে ইনশাআল্লাহ। কারণ, আল্লাহ তাআলার সাহায্য ও বিজয় আসার প্রতিশ্রুত পথ এটাই।

Last Updated on February 21, 2023 @ 9:28 am by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *