Dark Mode Light Mode

রাসূল ﷺ-এর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন

পেশওয়ারের এক আল্লাহওয়ালা ছিলেন মাওলানা আব্দুর রাহমান পেশওয়ারী رحمة الله عليه। উনার একবার স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ-এর যিয়ারত নসিব হল। রাসুলুল্লাহ ﷺ খুব সন্তুষ্ট ছিলেন এবং উনাকে জিজ্ঞেস করলেন (অর্থ): “আব্দুর রহমান! তুমি কী চাও?” মাওলানা আব্দুর রহমান পেশওয়ারী رحمة الله عليه বললেন, “ইয়া রাসূলুল্লাহ! এখন যখন আমার এই দু চোখ আপনাকে দেখে ফেলেছে, কাউকেই কখনো যেন এই চোখ আর না দেখে (আমি এটাই চাই)।” শুনে রাসূলুল্লাহ ﷺ বললেন (অর্থ): “তুমি যা বলছ, তা চিন্তা করে বল!” আবদুর রাহমান رحمة الله عليه বললেন, “আমি চিন্তা করেছি। এখন আমার কাছে এটা অসহনীয় যে, আপনাকে দেখার পর আর অন্য কাউকে এই চোখ দেখবে।

যখন আবদুর রাহমান رحمة الله عليه ঘুম থেকে উঠলেন উনি পুরোই অন্ধ হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এতে তিনি খুবই আনন্দিত হলেন আর বললেন, “হে আল্লাহ! এটি তোমার অনেক বড় মেহেরবানি যে, তুমি আমাকে এই নাপাক দুই চোখ দিয়ে রাসূল ﷺ-কে দেখার তাওফীক দান করেছ!”

সংকলিত ও অনূদিত: In the Court of Rasulullah ﷺ by Hazrat Mawlana Muhammad Farooq Saheb (R), Khalifa of Hazrat Mawlana Maseehullah Khan Saheb (R) থেকে।

আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন!

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

নিশ্চই আমার রব আমাকে দুটি জান্নাত দিয়েছেন

Next Post

অন্তিম শয্যায় শেষ উক্তি-২