রমযানে ক্ষমা: যত বড় পাপীই হই না কেন
দেখতে দেখতে নয়, রোযা রাখতে রাখতে আল্লাহর শোকর – পবিত্র রমযানের প্রথম ১০ দিন প্রায় চলেই গেল।
বান্দার ভুল-ত্রুটি হয়েই যায়। আর আল্লাহ পাকের রহমত অশেষ-অসীম। বান্দার হাজার দোষ-ত্রুটিকে গোপন করে তিনি ক্ষমা করে দিতে প্রস্তুত। আমরা যেন তাঁর কাছে ক্ষমা চাইতে ভুলে না যাই। তিনি সব সময় ক্ষমাকারীকে ক্ষমা করতে প্রস্তুত।
আর বিশেষ কিছু সময়ে বান্দার জন্য তাঁর ক্ষমার প্রশস্ততা আরও বেশি বৃদ্ধি করে দেন তিনি। তখন পাপীরা তাঁর দিকে সামান্য একটু ঝুঁকলেই হল – ক্ষমা মিলেই যাবে ইনশাআল্লাহ।
যেমন রমযান মাসে। আমাদের মতন পাপী-তাপির কি তারপরও একটু হুঁশ হবে না?! না না, তা হতেই পারে না। আসুন আল্লাহকে ডেকে নিজেকে দুই জগতের শান্তি-সমৃদ্ধিকে আজ-এখনই কবুল করিয়ে নিই প্রত্যেকে।
আল্লাহ! আমার নাফরমানি বড় বেশি, কিন্তু তার চেয়ে তোমার রহমতের জোয়ার বহু গুণ বেশি জোড়ালো। তুমি আমাকে ক্ষমা কর, কবুল কর। আমীন।
Last Updated on November 26, 2023 @ 8:03 am by IslamInLife বাংলা