ইবাদতরমযান/রোযা

রমযানের শিক্ষা: জীবনধারায় প্রয়োজন পরিবর্তন

রমযান জীবনে আসবে, বিদায়ও নেবে। একদিন এভাবেই অতিবাহিত হয়ে যাবে আমাদের জীবন। বুদ্ধিমান তাকে বলা হয়েছে যে কিনা মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। 
 
প্রত্যেকটি বস্তুর একটি মৌসুম থাকে। মৌসুমে তা অধিক ও খাঁটিটা পাওয়া যায়। রমযান হল তাকওয়ার মৌসুম। তাকওয়া হল মুমিন-জীবনের অমূল্য সম্পদ। তাকওয়া দুনিয়া ও আখেরাতের সব সমস্যার সমাধানে যথেষ্ট। 
 
আজ গুনাহে লিপ্ত হয়ে, তাকওয়া হারিয়ে আমরা নানান সমস্যা ও অভাবের অভিযোগ করি। জীবনকে প্রায় তাকওয়া-শূন্য করে নিজেকে ভাল মুসলমান ও আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার ধারণা করি। তাকওয়া-বিহীন জীবনযাপন করে আবার আশাও করি সেই সাহায্য, যা কিনা সাহাবা رضي الله عنهم ও আল্লাহ-ওয়ালাদের করা হয়েছিল! এটা ভুল। চরম বোকামি। 
 
আল্লাহ পাকের নাফরমানি থেকে এখনই তওবা করার সময়। নফল আমল কম হোক বা না-ই হোক, আল্লাহ তাআলার নাফরমানি সম্পূর্ণ বন্ধ হোক। জীবনকে নাফরমানির স্রোতে অবিরাম আর চলতে দেয়া যাবে না। এই চিন্তাটুকু অন্তত এই রমযানে শুরু হোক। 

Last Updated on February 1, 2023 @ 12:19 pm by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it