যে ‘বন্ধুটি’ আসে বছরে একটি বার: ১
আপনার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু আছে। তিনি বছরে একবার আপনার বাড়িতে বেড়াতে আসেন। তিনি খালি হাতে কখনোই আসেন না। আপনার জন্য তিনি অনেক কিছু নিয়ে আসেন। আর না জানিয়ে হঠাৎ করে চলে আসেন না। আপনাকে জানিয়ে আসেন। আপনি খুব ভাল করে জানেন যে অমুক সময়ে তিনি আপনার বাড়িতে আপনার অন্তনঙ্গ সাক্ষাতে আসবেন। কিছুদিন আপনার সঙ্গেই থাকবেন তিনি!
যেহেতু বন্ধুটি আগে থেকেই জানিয়ে আসেন, তাকে স্বাদরে গ্রহণ করার পর্যাপ্ত সময়-সুযোগও আপনার হাতে থাকে। বন্ধুটি আপনার একজন খয়েরখাহী তো বটেই, অনেক স্বচ্ছল ও আল্লাহওয়ালা! বন্ধুর কাছ থেকে যে অনুপাতে আপনি উপকার পেতে চান, চেষ্টা করতে পারবেন। কিন্তু শর্ত হল, তাকে সময় দিতে হবে। তাকে সময় না দিলে আর তাকে এড়িয়ে চললে কিন্তু আপনি তার উপকার থেকে বঞ্চিত হয়ে যাবেন!
এ বছরও আপনার কাছে বন্ধুটি একইভাবে আসবেন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে থাকবেন। মাসব্যপী থাকবেন। তারপর বিদায় নেবেন। যদি সৌভাগ্যবশত আপনি বাড়িতে থাকেন তাকে আবার দেখতে পাবেন। তার খেদমত করে আরও অনেক সৌভাগ্যশালী হতে পারবেন ইনশাআল্লাহ। আপনার সামান্য খেদমতের ফলে এমন একজন ব্যক্তির দোআ ও সুপারিশ লাভে এমন কিছু পেয়ে যেতে পারেন যা দুনিয়া ও আখেরাতে যথেষ্ট হবে ইনশাআল্লাহ!
লক্ষ করুন! তিনি আপনার স্বার্থেই আসেন। তার নিজের কোনো স্বার্থ থাকে না। আপনি তাকে সময় দেবেন তো? তার থেকে উপকার নেয়ার চেষ্টা করবেন তো?!
আপনাকে তিনি আগে থেকে তার আগমন ও বিদায়ের দিন-ক্ষণ সব বলে দিয়েছেন (তারিখটি এক-দু’দিন আগে অথবা পরে হতে পারে কেবল!)।
আবার সামনের বছর এ সুহৃদ-শুভাকাঙ্ক্ষী বন্ধুটি আপনার বাড়িতে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি বাড়িতে থাকবেন তো?! …মানে দুনিয়ার হায়াত কখন কার ফুরিয়ে যায় – আল্লাহ তাআলা ছাড়া কি কেউ জানে, বলতে পারে!? আমরা অবশ্যই আপনার দীর্ঘ নেক হায়াত চাই ও সেজন্য দোআও করি। কিন্তু বলা যায় না আমাদের মধ্যে কে আগামী বছর থাকব আর কে থাকব না! তাই এমন বন্ধুর সঙ্গকে অনেক বড় সুযোগ হিসেবে কাজে লাগানো চাই।
(রমযানুল মুবারকই আমার আপনার সেই বন্ধু!)
Last Updated on March 21, 2023 @ 11:14 am by IslamInLife বাংলা