মানুষ নেক তাওফীক থেকে বঞ্চিত হয় কখন – ৭
খায়রুল কুরুনের মানুষ, তাবে-তাবেঈ, শাক্বীক বিন ইব্রাহীম রহ. (ইন্তেকাল: ১৯৩ হিজরী) মানুষের নেক তাওফীক থেকে বঞ্চিত হওয়ার যে ছয়টি কারণ উল্লেখ করেন, তা হল:
– নেয়ামতের না-শোকর করা
– ইলম্ অর্জনের পর তা থেকে সম্পূর্ণ বেপরোয়া থাকা, সেই ইলম্ অনুযায়ী সাধ্য মত আমল না করা
– এরূপ ধারণা করা যে, নেক মানুষের সাথে সম্পর্ক রাখি বলেই আমি মুক্তি পেয়ে যাব
– গুনাহ হলে তওবা করতে বিলম্ব করা
– দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া
– আখেরাত থেকে মুখ ফিরিয়ে রাখা
আমাদের উচিত এগুলোর আলোকে নিজেকে যাচাই করা। এ কাজগুলো থেকে বিরত থাকাটা আমাদের সাধ্যের মধ্যে। এর বিপরীত চেষ্টা করলেই আমরা নেক তাওফীক পাব ইনশাআল্লাহ।
Last Updated on December 12, 2024 @ 8:39 am by IslamInLife বাংলা