পার্থিব চাওয়া-পাওয়া এবং প্রশান্তি
পার্থিব জীবনে আশা পূরণ ও স্বপ্ন বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। এখানের কোনো কিছুতে মনকে শতভাগ লাগানো নির্বুদ্ধিতার কাজ। প্রয়োজন পরিমাণ মনোযোগ দেয়া তো ঠিক আছে। কিন্তু যেটা চাওয়া হবে সেটাই পাওয়া যাবে – এমন নয়।
ঈমানসহকারে সৎ পথে প্রচেষ্টার মর্যাদা আল্লাহ তাআলা রক্ষা করবেন। এর বিনিময়ে তিনি গায়েব থেকে ব্যবস্থা করবেন। অন্তরে প্রশান্তি দেবেন।
এমন কত দেখা যায় যে, কাঙ্ক্ষিত বস্তু লাভ হয়েছে কিন্তু প্রশান্তি লাভ হয়নি। আবার কাঙ্ক্ষিত বস্তু লাভ হয়নি কিন্তু প্রশান্তি লাভ হয়েছে।
আসলে ব্যাপার কী? আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কাজ করে গেলে আল্লাহ পাক প্রতিকূলার মধ্যে আনুকূল্য সৃষ্টি করে দেন বা কোনো অনুকূল পথ বের করে দেন। এমনকি মৃত্যু দিয়ে হলেও মুমিনকে তিনি বাঁচান, হেফাজত করেন।
আমরা জাগতিক চাওয়া-পাওয়া দেখেই আলোচনা ও সমালোচনায় মেতে উঠি। জ্ঞানী ও বুদ্ধিমানদের দৃষ্টি কেবল আল্লাহ পাকের দিকে নিবদ্ধ থাকে।
Last Updated on February 4, 2023 @ 12:08 pm by IslamInLife বাংলা