আখলাক ও আত্মশুদ্ধিইলমে দ্বীন/দ্বীনি ইলম

দ্বীন-দুনিয়ার সফলতার পথ

আমরা সবাই আল্লাহ তালার পথে অগ্রসর হতে চাই। কুরআন-সুন্নাহর পথে চলে নিজ দ্বীন-দুনিয়ার উন্নতি করতে চাই।

যখন আমরা মুরুব্বীবিহীন চলাকে পছন্দ করব তখন আমরা মনে করলাম যে আমাদের একা চলাই ভালো। এটা কি ভালো?! 
 
সব গুরুত্বপূর্ণ কাজেই সহযোগীর প্রয়োজন। সহযোগী যদি হয় বড় কেউ,  দ্বীনদার ও বিচক্ষণ — তাহলে তো ​সোনায় সোহাগা! আর যদি বিপরীত, তাহলে ক্ষতি আর ক্ষতি!
এটা ঠিক যে সবার মুরুব্বী ও সহযোগী সবাই হতে পারে না। কিন্তু সবারই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ও জীবনে অগ্রসর হওয়ার জন্য মুরুব্বী ও সহযোগীর খুব প্রয়োজন। আমরা যেমন চিন্তা করব আমাদের মুরুব্বী ও সহযোগী তেমনই মিলবে। তবে এ বিষয়েও আল্লাহ তাআলার সাহায্য চাওয়া একটি মুখ্য ব্যাপার। বিশেষ করে দ্বীনি মুরুব্বী ও সহযোগী অতীব গুরুত্বপূর্ণ। যখন আল্লাহ তাআলার সাহায্য চেয়ে আমরা কাউকে দ্বীনি মুরুব্বী ও সহযোগী বানালাম তখন আমাদের জন্য তা অনেক বড় নেয়ামত মনে করা উচিত! তারপর যদি কারো মন দ্বিধা-দ্বন্দ্বে পড়ে তাহলে বুঝতে হবে নফস তাকে প্রতারিত করতে চায়। অবশ্য যদি কোনো মুরুব্বী ও সহযোগীকে বদ-দ্বীনই মনে হয় ও যাচাই করে সেটাই প্রমাণিত হয়, তাহলে তো এমন সংস্রব পরিত্যাগই শ্রেয়!
আর কারো যদি দ্বীনি মুরুব্বী থাকেন তাহলে দেখা দরকার আসলে কি নিয়মতি মুরুব্বীর নির্দেশনা-পরামর্শ-দোআ নেওয়া হচ্ছে নাকি না? যদি এমন হয় যে মুরুব্বী তো আছেন তার জায়গায় আর আমি আছি আমার স্থানে। কোনো যোগাযোগ, পরামর্শ ও দোআর তাড়না নেই। আমি চলছি আমার মতন করে। তাহলে বাস্তবে আমার কোনো দ্বীনি মুরুব্বী ও সহযোগী নেই। আমার নফস আমাকে যা বলছে আমি মূলত তাই করছি। এটাই আমাদের অধিকাংশের অবস্থা। এজন্যই জীবনে উন্নতি কম, পদস্খলন ও অধঃপতন  বেশি।
আমাদের সমস্যা, অসুবিধা, দ্বিধা-দ্বন্দ্ব ইত্যাদি দূর করার উদ্দেশ্যে, দ্বীনি মুরুব্বী ও সহযোগীর পরামর্শক্রমে চলার বিকল্প আর কী হতে পারে?! বাস্তবিকই এত মূল্যবান উপায় আর নেই। যারা বছরের পর বছরও কুরআন-হাদীস পড়েন, পড়ান তারা পর্যন্ত এই পথ অবম্বলনের মুখাপেক্ষী! এর কারণ হল এটি আল্লাহ তাআলাকে পাওয়ার সুন্নত (নিয়ম)। নেককারগণকে অনুসরণ-অনুকরণ করেই মানুষ নেককার হয়ে থাকে। মানুষের দ্বীনি ও জাগতিক যত উন্নতি হয় মূলত এই পথ অবলম্বনেই হয়ে থাকে! এটিই সূরা ফাতেহার এই আয়াতগুলোতে বলা হয়েছে:

اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ

অর্থ: আমাদেরকে সরল পথ দেখাও,

صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ

অর্থ: সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের সঙ্গে রাখুন ও তাদের সঙ্গে মৃত্যু দান করুন। (আমীন)

Last Updated on December 4, 2023 @ 8:57 am by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it