উত্তম সঙ্গী নির্বাচন – ১
নেক সঙ্গই মানুষকে সহজে দুনিয়া ও আখেরাতের কঠিন থেকে কঠিনতর বেড়া পার করতে সহায়ক হয়ে থাকে।
কাউকে নেককার করেন তো আল্লাহ তাআলাই! উত্তম সঙ্গ অবলম্বনে সফলতা দান করা তাঁরই সুন্নত। অর্থাৎ উত্তম সঙ্গী নির্বাচনকারী আল্লাহ তাআলার “বিশেষ নেয়ামত প্রাপ্তি”র সর্বোত্তম রীতি গ্রহণ করার কারণেই সফল হয়ে থাকে। এর উৎকৃষ্ট প্রমাণ রাসূলে আকরাম ﷺ-এর পবিত্র সাহাবীগণ। রাসূলে আকরাম ﷺ-এর সর্বোত্তম সোহবত বা সঙ্গে ধন্য হয়ে তারাই দুনিয়ার বুকে ও কেয়ামতের দিন সব নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত! নবীজি ﷺ-এর বাকি উম্মত — সবাই সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমের কাছে চির-ঋণী! সাহাবিগণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা এবং তাদের থেকে ইলম গ্রহণ ব্যতীত নবীজি ﷺ-এর ভালোবাসা, শ্রদ্ধা ও অনুসরণ কখনো সম্ভব নয়! আর সবকিছুর আগে নবীজি ﷺ-এর পরিচয় তো আমরা সাহাবায়েকেরামের থেকেই সুস্পষ্ট ও সর্বোত্তমভাবে পেয়েছি। এই সব গুণগুলো তারা অর্জন করেছেন নবীজি ﷺ-এর পুতঃ- পবিত্র সঙ্গ গ্রহণের মাধ্যমে; যা তাদেরকে ইখলাস, তাকওয়া, যুহদ ও আখলাকের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে।
নেকসঙ্গ বা ভালো সঙ্গী এক মহামূল্যবাণ সম্পদ। আজও যে কিনা যত উত্তম সঙ্গী অবলম্বন করতে পারবে (ইনশাআল্লাহ) তত বেশি দুনিয়া ও আখেরাতে ধন্য হতে পারবে! হাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, কেবল নেক সঙ্গী হলেই তা যথেষ্ট হবে — বলা যাবে না। যার যার আমল তো তাকে করতেই হবে। তবু এটা অনস্বীকার্য যে, কারো সঙ্গী নেক ও সৎ হলে তার সংশোধন, পথ চলা, জীবনযাপন, যাবতীয় কাজে সফলতা আসে। কেবল দুনিয়ার কাজে নয়, ইবাদত, দ্বীনি কাজ করা পর্যন্ত তার জন্য সহজ হয়। ফলে আখেরাতের সফলতা অর্জনও সহজ হয়ে যায়! কবি বলেন,
তুমি যদি খুঁজতে পার
হীরা-মানিক-স্বর্ণ,
তুমি বুঝতে পারবে
খুঁজে ফিরতে পারবে
সে অমূল্য গুপ্তধন!
প্রকৃত সফলতাকামী মানুষ আসলে যত নেয়ামতের সন্ধানে থাকেন তার অন্যতম নেয়ামত হল নেক সঙ্গী। কবি তারপর বলেন,
তলব যদি দুনিয়া তোমার
হয়ত পাবে, তবে নকল সবই!
আসল ছেড়ে ওসবকে যে
ধরে, পাগল সে যে!
বন্ধু কারো সৎ না হলে
বুঝবে না ভাই কষ্ট কী যে!
অর্থাৎ হে পথিক! তুমি যে দুনিয়াদার হলে, খাঁটিভাবে কেবল দুনিয়া তলব করলে, হীরা-মানিক-স্বর্ণ পেয়েও তুমি (প্রকৃতপক্ষে) দুনিয়াতে নকল জিনিস পেয়েছ (এখানে যাদের উদ্দেশ্য কেবল এসব সম্পদ উপার্জনই — তাদের বোঝানো হয়েছে। কারণ তারা হিতাহিত জ্ঞান শূণ্য হয়ে কেবল এগুলোর পেছনেই পড়ে!)। এর অন্যতম কারণ এটাই যে, তুমি ভালো বন্ধু পাওনি। এমন সৎ কাউকে তুমি পাওনি যে তোমাকে দুনিয়ার আসল সম্পদ চেনাবে। তাহলে বল, সেই ভালো বা সৎ বন্ধু কত বড় নেয়ামত!?
একজন মুসলমানের জীবনে নেক সঙ্গী তাহলে কত বড় সম্পদ, বুদ্ধিমান মাত্রই একটু চিন্তা করলে বুঝতে পারে!
Last Updated on October 17, 2024 @ 7:31 am by IslamInLife বাংলা