কবিতা

আল আকসা ডাকছে – জাগো মুজাহিদ

হক-বাতিলের লড়াইয়ে
আমরা আগুয়ান
আলী-মুয়াবিয়ার সিপাহী
আমরা মুসলমান।
শত্রুর হাতে যত অস্ত্র
জুলুমের বাহানা,
মুমিনের ঈমান-তাকওয়া
নাই কোনো তুলনা।

মুসলিম জাতি
তব ইতিহাস
বার বার কর স্মরণ
কিভাবে তোমরা মৃত্যু দুয়ারে
হেসে কর তা বরণ।

মুসলিম মোরা
বান্দা আল্লাহর-
নবীজীর উম্মত,
এই পরিচয়ে
এক ছায়াতলে
পান কর শাহাদত !
যারা এখনো
ঘুমিয়ে আছ
কবে আসে কেয়ামত..
জিহাদের ডাকে
সাড়া দিয়ে জাগো
এসো আল্লাহর পথ!

তাওহীদ বাণী
বুলন্দ করতে
এই দুনিয়ার বুকে
সালাহদীন হও
আলামগীর হও
বাতিলকে দাও রুখে!

স্মরণ রেখ
আল্লাহ পাকের
হাতেই সফলতা,
ভরসা তাঁর ‘পরেই কর
নইলে বিফলতা!

ঐ যে আকসা ডাকছে
জ্বলছে হকের দাবানল
শত্রু হানা দিচ্ছে
যমীন তাদের করতল!
শিশু-নারী-বৃদ্ধ
কারুর দয়া নেই যাদের,
ঈমানের বলে বলীয়ান হয়ে
জবাব দাও তাদের!

যদি তুমি মুমিন হও
কীসের চিন্তা ভয়?!
আল্লাহ বলে দিসেন হবে
তোমারই বিজয়!

Last Updated on October 17, 2023 @ 3:51 pm by IslamInLife বাংলা

One thought on “আল আকসা ডাকছে – জাগো মুজাহিদ

  • mashaAllah, very inspiring rhyme for us to revive ourselves. jazakAllah khairan.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it