আল্লাহর দিকে ফেরা
সব দুঃখের অবসান হবে জান্নাতে
কেন আজ তুমি ভেঙে পড় এতো কান্নাতে!
সুখের সাথে দুঃখ রবেই এইখানে
শান্তি – শুধু শান্তি – জেনো সেইখানে।
মান-সম্মান জীবন আর জান সব দিব
হাসিমুখে আমি পুরস্কার তাই নিব!
মিথ্যা-গীবত গুনাহ যত সব ছেড়ে
তোমার কাছে তাই এসেছি আজ ফিরে!
তওবা-গো নাও কবুল করে এই আমার,
এসেছে বান্দা, এসেছে যে সে-ই আবার!
তোমার সাথে ভালোবাসা মোর দাও বেঁধে,
পার করি যেন রাত্রি আমি সব কেঁদে!
পোড়াবো একেক করে সব ইচ্ছা মোর,
থামবে না কভু তোমার পানে আমার দৌড়!
Last Updated on November 26, 2023 @ 8:02 am by IslamInLife বাংলা