আউলিয়ায়ে কেরাম​

“আমি দাজ্জাল নই”

মুগিরা বিন আব্দুর রহমান رحمة الله عليه খুব প্রসিদ্ধ একজন মুজাহিদ এবং দানশীল ব্যক্তি ছিলেন। যখন মুসলিমা বিন আব্দুল মালেক রোমের কুসতুনতুনিয়ায় আক্রমণ করল তখন তিনি ঐ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ঐ যুদ্ধে তিনি একটি চোখে আঘাত পেয়েছিলেন। ফলে তিনি সে চোখটির দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।

এই আল্লাহওয়ালা মানুষটির সুন্দর অভ্যাসসমূহের মধ্যে একটি এ ছিল যে,  তিনি যে এলাকাতেই যেতেন ওখানে উট কুরবানী করে মানুষকে খাওয়াতেন। এভাবেই একদিন তিনি কোথাও খাবারের আয়োজন করলেন। সেখানে একজন বেদুঈন মেহমান ছিলেন। বেদুঈন খাওয়া বাদ দিয়ে মুগিরা رحمة الله عليه-এর দিকে তাকিয়ে রইল। মুগিরা رحمة الله عليه তাকে জিজ্ঞাসা করলেন, “আপনি খাবার খাচ্ছেন না কেন? আমার দিকে এভাবে তাকিয়েই বা আছেন কেন?!”

বেদুঈন বলল: তোমার দস্তরখানা অনেক প্রশস্ত। আবার খাবারও সুস্বাদু। কিন্তু তোমার চোখের কারণে আমার একটি আশঙ্কা হচ্ছে। মুগিরা বললেন, “কী সে আশঙ্কা আপনার?” বেদুঈন জবাবে বলল, “আপনার এক চোখ অন্ধ। আবার আপনি মানুষকে খাবার খাওয়ান। আমি এক মসজিদে আলোচনায় শুনেছিলাম, এসব দাজ্জালের নিদর্শন। মুগিরা رحمة الله عليه বেদুঈনের কথা শুনে হেসে উঠলেন। বললেন, “ভাই নিশ্চিন্তে খান আপনি। আমি দাজ্জাল নই। দাজ্জালের চোখ আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে অন্ধ হবে না।” [মাওলানা মাহমুদুল হাসান বিন ইয়াসীন]

Last Updated on February 14, 2023 @ 4:01 pm by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it