এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে মুবারক رحمة الله عليه এর কাছে উপদেশ চাইলে তিনি বললেন, কুদৃষ্টির অভ্যাস পরিত্যাগ করলে নামাজ একাগ্রতা বা খুশু নসিব হবে। বাজে কথা বলা পরিত্যাগ করতে পারলে জ্ঞানী হতে পারবে। অল্প আহারের অভ্যাস গড়ে তুল, ইবাদতে শক্তি অর্জন করতে পারবে। অন্যের দোষ-ত্রুটি অন্বেষণ করার বদঅভ্যাস ত্যাগ করতে পারলে নিজের দোষ-ত্রুটির উপর দৃষ্টি পড়বে। আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্ত্বা নিয়ে চিন্তা-ভাবনা কর না, মুনাফেকী ও সন্দেহবাদিতার রোগ থেকে মুক্ত থাকতে পারবে।
কৃতজ্ঞতা স্বীকার: মাওলানা মুহিউদ্দীন খান সাহেব সংকলিত কুড়ানো মানিক (৩য় খন্ড) থেকে।






