সহজ আমল

মুখে উচ্চারণ সহজ, মীযানে ভারী

দুটি কালেমা, মুখে উচ্চারণে হালকা, মীযানে (অর্থাৎ, আমলের পাল্লায়) খুব ভারী এবং করুণাময় আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। এই কালেমা দুটি হচ্ছে:

سبحن الله العظيم এবং سبحن الله وبحمده

– সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম।

আমরা অনেকেই জানি, এই হাদীসটিই বুখারী শরীফ-এর সর্বশেষ হাদীস।

দেখুন, কত সহজ। দিনে কত শত বার খুব সহজে উচ্চারণ করা যায়। কিন্তু সে তুলনায় আমলকারীর সংখ্যা? প্রত্যেকের দেখা উচিত আমি নিজে এ তসবীহ দৈনিক কতবার পড়ি(?)

আখেরাতের চিন্তা করা হলে আমল করা সহজ। আখেরাতের চিন্তা জাগরূক থাকলে সময়কে তাসবীহ ও অন্যান্য যিকিরে ব্যবহার করা হবে ইনশাআল্লাহ।

এ জাতীয় এক দুটি নয়, বহু আমল হাদীসে বর্ণিত আছে। আমল গুলো বড় সহজ। কিন্তু যদি লাভের দিকটি দেখা হয়, এক কথায় লাভ অপরিসীম – অসীম।

Last Updated on June 16, 2022 @ 11:48 am by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it