অন্তত একটি অন্তর চাই
সাইয়্যেদুনা আবদুল্লাহ ইবনে মাসউদ رضي الله عنه-এর অমূল্য একটি উপদেশ:
তোমরা তিনটি সময়ে আপন আপন অন্তরের সমীক্ষা কর – কুরআন শোনার সময়, যিকির (আল্লাহ পাকের স্মরণ)-এর মজলিসে এবং নিভৃতে (যখন একাকী থাকবে)।
যদি এই তিন সময়ে নিজেদের কাছে অন্তরকে না পাও (অর্থাৎ, এই তিন কাজে যদি তোমার মন না লাগে এবং আল্লাহ তাআলার দিকে মন নিবিষ্ট না হয়) তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে দোআ কর যে তিনি যেন দয়া করে তোমাকে এগুলোর একটি দান করেন, কারণ তোমার কাছে কোনো অন্তর নেই।
মাওলানা জলীল আহসান নাদবী সংকলিত হাদীসের একটি বই ‘পথের সম্বল’ থেকে সংগৃহীত
Last Updated on June 13, 2022 @ 12:10 pm by IslamInLife বাংলা