চিন্তার খোরাক​রমযান/রোযা

যে ‘বন্ধুটি’ আসে বছরে একটি বার: ২

এ বছরও আপনার কাছে বন্ধুটি একইভাবে আসলো, আপনার বাড়িতে থাকল। এইতো প্রায় মাস হয়ে যাচ্ছে সে আপনার বাড়িতে আছে। এখন অবশ্য তার বিদায় নেওয়ার সময়টিও আসন্ন।

আপনার স্বার্থেই সে এসেছিল। তার নিজের কোনো স্বার্থে আসেনি। আপনি তাকে সময় দিয়েছিলেন তো? তার থেকে উপকার বা ফায়দা নিয়েছেন তো?! বন্ধুটি এখনো কিছু সময় আছে কিন্তু!…চলে যায়নি, তবে সে চলে যাবে, বুঝতেই পারছেন তার যাওয়ার সময়টি খুবই কাছে। তার ‘রিটার্ন টিকেট’ কাটা, আপনার বাসা থেকে ঠিক সময়ে তাকে বের হয়ে যেতে হবে। আপনাকে সে আগেই তার বিদায়ের দিন-ক্ষণ সব বলে দিয়েছে। শুধু এক দিন আগে অথবা পরে সে চলে যাবে..

আবার সামনের বছর সে বন্ধু আপনার বাড়িতে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি বাড়িতে থাকবেন তো?! মানে দুনিয়ার হায়াত কখন কার ফুরিয়ে যায় – আল্লাহ তাআলা ছাড়া কে জানেন!? আমরা অবশ্যই আপনার দীর্ঘ নেক হায়াত চাই ও সেজন্যে দোআও করি।

এত উপকারী বন্ধুকে আবার পাবেন কিনা না, তার তো কোনো গ্যারান্টি নেই! এই শেষ সময়গুলোতে তার একটু কদর করুন। উপকার ষোল আনা আপনারই..

(রমযানুল মুবারক আমাদের সেই বন্ধু। আহা প্রতিবারের মতন এবারও পেলাম..কিন্তু অবহেলা ও অযত্ন করেই ফেলছি! তওবা ও ইস্তেগফার করে নিই…আল্লাহ তাআলা গাফূরুর রাহীম।)

Last Updated on March 21, 2023 @ 11:56 am by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *