মুমিনের অবস্থা বিস্ময়কর – ২
হাদীসে মুমিনের অবস্থা ও বিষয়গুলোকে যে বিস্ময়কর বলা হয়েছে সেটির মূল কারণ প্রতিটি মুমিন একটু চিন্তা করলেই হৃদয়ঙ্গম করতে পারে। মুমিনের অবস্থা এমনটি হওয়ার পেছনে রয়েছে মুমিনের অন্তর্নিহিত বিশ্বাস। মুমিনের অন্তনির্হিত বিশ্বাস হল ঈমান যা কিনা তাকে আল্লাহ তাআলার প্রতি মনোযোগী রাখে। আর এর ফলেই যেকোনো অবস্থায় মুমিনের মনে এ কথা জাগরূক থাকে, আমি তো আল্লাহ তাআলারই সামনে! তাঁরই গোলাম আমি। আমার প্রতি তাঁর যেই আদেশ, সেটিই শিরোধার্য।
যেমন, অসুস্থতা অনেক বড় নেয়ামত! আল্লাহ তাআলা অসুস্থ বান্দার গুনাহ মাফ করেন, তার ওপর বিশেষ রহমত নাযিল করেন। অবশ্য বান্দা হিসেবে আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে সহজতা চাওয়া, অর্থাৎ সুস্থতার দোআ করা। এটিই সুন্নত।
সেজন্যই শায়খ ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কী রাহিমাহুল্লাহ বলেন, “হে আল্লাহ! অসুস্থতাও অনেক বড় নেয়ামত, কিন্তু আমরা খুবই দুর্বল। তাই আমাদের অসুস্থতা নেয়ামতকে তুমি সুস্থতার নেয়ামত দিয়ে পাল্টে দাও!” (আমীন)
সঙ্গে এটিও মুমিন স্মরণ রাখে, আল্লাহ তাআলার ফয়সালায় বান্দার সব অবস্থায় সন্তুষ্ট ও রাজি থাকা উচিত। অসুস্থতা হোক কিংবা কোনো বিপদ, সাধ্য অনুযায়ী চেষ্টা-তদবীর ও দোআ করার সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য যা নির্ধারিত হয়, সেটিকে বান্দা মাথা পেতে গ্রহণ করে নেয়! কারণ, সে যে বান্দা!! এতেই বন্দেগির উৎকৃষ্ট দিকটি প্রকাশ পায়।
Last Updated on March 21, 2023 @ 12:58 pm by IslamInLife বাংলা