জীবনে সময়ের বরকত পেতে হলে করণীয়: ৩
অপ্রয়োজনীয় কথা ও কাজ ত্যাগ করতে হবে।
যেসব কথা ও কাজ বিক্ষিপ্ততা ও ইবাদতে বিঘ্নতা ঘটায় সেগুলো জীবন থেকে ঝেটিয়ে বের করতে হবে।
আড্ডা ও আমোদ-ফূর্তি এবং বর্তমানে বিশেষভাবে ‘ডিজিটাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে সময় বিনিয়োগ’ হায়াতকে ধ্বংসকারী মাধ্যম।
এগুলোর প্রয়োজনীয়তা যদি থাকেও তা এত বেশি নয় যেমনটি আমরা আজ ধরে নিয়েছি। বরং সে পাশ্চাত্যই আজ এগুলোর ক্ষতির দিক তুলে সমালোচনা করছে যেখান থেকে তা আগত। তারা যে বর্জ্য ত্যাগ করছে আমরা তা গ্রহণ করব?!
জীবনে পরিচ্ছন্ন আনন্দ-উপভোগ ও বন্ধুদের সাথে গল্পে লিপ্ত হওয়া মন্দ নয়; কিছু সময় এজন্য বরাদ্দ রাখাটা বরং মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু আমরা যখন নিজেকে এসব কাজে লাগামহীন ছেড়ে দেই তখন সময়ের প্রচুর অপচয় হয়ে যায়। এ ব্যাপারে সতর্ক থাকা প্রত্যেক মুমিনের দায়িত্ব।
Last Updated on November 21, 2023 @ 7:57 am by IslamInLife বাংলা