সাইয়্যেদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস رضي الله عنهم বলেন, রাসূল ﷺ ছিলেন সর্বাধিক দাতা ও মহানুভব। রমযানে তিনি আরো বেশী দানশীল ও মহানুভব হয়ে যেতেন, যখন হযরত জিবরাঈল আ. তাঁর সাথে সাক্ষাৎ করতেন। আর রমযানের প্রতি রাতেই জিবরাঈল আ. তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তাঁরা পরস্পর কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয় রাসূল ﷺ প্রবাহিত বাতাস থেকেও অধিক দানশীল ও মহানুভব ছিলেন। বুখারী