হারামাইন শরীফাইনের ইতিহাস boi porichiti

হারামাইন শরীফাইনের ইতিহাস

বইয়ের নাম: হারামাইন শরীফাইনের ইতিহাস

লেখক: ডাঃ মুহাম্মাদ ইলিয়াস আব্দুল গনী

অনুবাদক: মুশায়খুল হাদীস আল্লামা জা'ফর আহমাদ

প্রকাশনী: মাকতাবাতুল আযহার 

পরিচিতি:

কা’বা ঘর সমগ্র বিশ্বের জন্যে হিদায়াত সরূপ। আর মসজিদে নববী তথা মদীনা শরীফ সমস্ত মুসলমানদের প্রাণ কেন্দ্র। এ দুয়ের সান্নিধ্য সমস্ত মুমিন পুরুষ ও মহিলা পেতে চায়। এর ইতিহাসও জানতে চায়। আমরাও একই অবস্থা। এ সম্পর্কে অনেকেই অনেক বই রচনা করেছেন। তন্মধ্যে আমার নিকট এবং অনেকেরই নিকট ডাঃ মুহাম্মাদ ইলিয়াস আব্দুল গনী এর লিখিত তারিখে “মক্কাতুল মুকার্‌রমা ও তারিখে মসজিদুন্‌ নববী” নামক গ্রন্থ দুটি অনেক সুন্দর মনে হয়। আরব দেশেও বহুল প্রচারিত হয়। তাই আমি বিগত প্রায় ৮ বৎসর পূর্বে এ দুটি বইয়ের অনুবাদ করি। ছাপানোর পর বেশ গ্রহণীয় হয়। এর মধ্যে প্রথম এডিশন শেষ হয়ে যায়। পাঠকের সুবিধাতে উভয় গ্রন্থ 'হারামাইন শরীফাইনের ইতিহাস' নামে এক সাথে প্রকাশ করা হল। (অনুবাদকের ভূমিকা থেকে)

প্রাপ্তিস্থান: আদর্শ নগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২

অন-লাইন:
খিদমাহশপ
error: you are not allowed to select/copy content. If you want you can share it