সৎ কাজকে তুচ্ছ মনে না করা Hadith সৎ কাজকে তুচ্ছ মনে না করা আবু যার رضي الله عنه বর্ণনা করেন, আমাকে রাসূলে আকরাম ﷺ বলেছেন: কোন সৎ কাজকে তুচ্ছ মনে কর না, সেটা তোমার ভাই-এর সাথে হাসিমুখে সাক্ষাত করার কাজও হলেও নয়। (মুসলিম)