রমযানের পর সর্বশ্রেষ্ঠ রোযা Hadith রমযানের পর সর্বশ্রেষ্ঠ রোযা সাইয়্যেদুনা আবু হুরায়রা رضي الله عنه থেকে বর্ণিত এক হাদীসে নবী করীম ﷺ বলেন (অর্থ): রমযানের পর আল্লাহর মাস মুহাররমের রোযা হল সর্বশ্রেষ্ঠ। (মুসলিম, তিরমিযী)