ফজর ও আসর-এর নামায এবং জান্নাত Hadith ফজর ও আসর-এর নামায এবং জান্নাত আবু মূসা আশ্আরী رضي الله عنه বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন: সে জান্নাতে প্রবেশ করল যে ব্যক্তি ফজর ও আসর-এর নামায (যথারিতী) আদায় করল। বুখারী ও মুসলিম