পাঁচটি স্তম্ভ-Weekly Hadith পাঁচটি স্তম্ভ হাদীস শরীফে এসেছে- "পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত : আল্লাহ তাআলা এক বলে স্বীকার করা, নামায কায়েম করা, যাকাত প্রদান করা, রমযানের রোযা রাখা ও হজ্জ পালন করা।" সহীহ মুসলিম