আবু হুরায়রা رضي الله عنه বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন: যে ব্যক্তি খুব ভালোভাবে অযু করে, তারপর মসজিদে এসে চুপচাপ খুত্বা শোনে, তার এক জুমআ থেকে পরবর্তী জুমআ পর্যন্ত এবং তারপরও তিন দিনের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। আর যে ব্যক্তি (খুতবা সময়) হাত দিয়ে কোন পাথর খণ্ড নাড়াচাড়া করে, সে গর্হিত কাজ করে। (মুসলিম)