আবু আইয়ূব রা. বর্ণনা করেন (অর্থ): একজন ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করল: আমাকে কিছু উপদেশ দিন এবং সংক্ষেপে (দিন উপদেশটি): রাসূলুল্লাহ ﷺ বলেন, যখন নামাযে দাঁড়াও মনে করো এটা তোমার জীবনের শেষ নামায, এমন কোনো কথা বলো না যার জন্য তোমাকে আক্ষেপ করতে হবে এবং মানুষের কাছে যা আছে তা পাওয়ার ইচ্ছাকে পরিত্যাপ করো। [ইবনে মাজা]