জান্নাতে মেহমানদারীর ব্যবস্থা জান্নাতে মেহমানদারীর ব্যবস্থা আবু হুরায়রা রা. বর্ণনা করেছেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন [অর্থ]: যে ব্যক্তি সকাল বা সন্ধ্যা মসজিদে যায় আল্লাহ তার জন্যে জান্নাতে সকাল বা সন্ধ্যায় মেহমানদারীর ব্যবস্থা করেন। বুখারী ও মুসলিম