ওযর কবুলের শেষ সময় Hadith ওযর কবুলের শেষ সময় আবু হুরায়রা رضي الله عنه বর্ণনা করেছেন, রাসূলে আকরাম ﷺ বলেন: আল্লাহ যে ব্যক্তির মৃত্যুকে পিছিয়ে দেন, তার বয়সের ৬০ বছর পর্যন্ত তার ওযর কবুল করতে থাকেন। (অর্থাৎ বয়সের ৬০ বছর হচ্ছে ওযর কবুলের শেষ সময়। এরপর আর কোন ওযর চলে না )। বুখারী