উত্তম ব্যক্তি Hadith উত্তম ব্যক্তি আবু সাফওয়ান আবদুল্লাহ ইবনে বুস্র আসলামী رضي الله عنه বর্ণনা করেন, রাসূলে আকরাম ﷺ বলেছেন: (লোকদের মধ্যে) সেই ব্যক্তি উত্তম যার বয়স দীর্ঘ এবং কাজও সুন্দর। ইমাম তিরমিযী একে ‘হাসান হাদীস’ রূপে আখ্যায়িত করেছেন।