এক বেদুঈন যখন নবীজি কে জিজ্ঞেস করলেন "কেয়ামত কবে?" নবীজি ﷺ তাকে জিজ্ঞেস করেন (অর্থ): তুমি কেয়ামতের জন্য কী প্রস্তুতি নিয়েছ? তিনি জবাবে বলেন, শুধু আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসা। (অন্য বর্ণনা মতে, নামায, রোযা ও সদকা তেমন উল্লেখযোগ্য পরিমাণে নয়, কিন্তু আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি) তখন নবীজি ﷺ তাকে বলেন (অর্থ): তুমি তাদের অন্তর্ভুক্ত হবে যাদের তুমি ভালবাস। বুখারী ও মুসলিম