আখেরাতে আল্লাহ তাআলার রহমত অসংখ্যভাবে প্রকাশ পাবে: একটি নমুনা Hadith
সাইয়্যেদুনা আবু হুরায়রা رضي الله عنه সূত্রে হাদীসটি বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন - (অর্থ): দুই ব্যক্তি জাহান্নামের মধ্যে তীব্রভাবে চিৎকার করতে থাকবে। আল্লাহ সুবহানু ওয়া তাআলা আদেশ করবেন: এদের বের করে আন। তাদেরকে যখন বের করে আনা হবে, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন: তোমাদের এমনভাবে চিৎকার করার কী কারণ? তারা জবাবে বলবে, আমরা এজন্য চিৎকার করেছি যেন আপনি আমাদের প্রতি দয়াপরবেশ হন! আল্লাহ তাআলা বলবেন, তোমাদের ওপর আমার অনুগ্রহ এটি যে, ফিরে যাও আগুনে যেখানে তোমরা ছিলা! তারা এ কথা শুনে চলে যাবে। তাদের একজন তাতে (জাহান্নামের আগুনে) প্রবেশ করবে এবং আল্লাহ তাআলা জাহান্নামকে ঐ ব্যক্তির জন্য শীতল ও শান্তিদায়ক বানিয়ে দেবেন। আর আরেকজন সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আগুনে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তুমি তোমার সঙ্গীর মতন নিজেকে নিক্ষেপ করছ না কেন? সে জবাবে বলবে, ও আমার রব! আমি তো এই আশা করি যে, একবার যেহেতু সেখান থেকে তুমি আমাকে বের করেছ, আবার তুমি সেখানে আমাকে ফিরিয়ে দেবে না। দয়াময় আল্লাহ সুবহানু ওয়া তাআলা বলবেন, তোমার জন্য যা তা-ই যা তুমি আশা করেছ। অতএব উভয়কেই আল্লাহ তাআলার রহমতে জান্নাতে প্রবেশ করানো হবে। তিরমিযী: ২৫৯৯