আখলাক ও আত্মশুদ্ধি

শয়তানের শিকার হওয়া থেকে বাঁচার পথ-১

একজন ঈমানদার। শয়তানের শিকারের যে কিনা সবচেয়ে বড় লক্ষ্য। হতেই পারে যেকোনো সময়ে শয়তানের খপ্পরে পড়ে ঈমানদারের পদস্খলন হবে। সেজন্য তাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কীভাবে সে সতর্ক থাকবে?

এর জবাব দেখুন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতের অর্থটি গভীরভাবে লক্ষ্য করুন (এই আয়াত আদম عليه السلام‎ ও তার স্ত্রীকে পৃথিবীকে পাঠানো প্রসঙ্গে):

(অর্থ) আমি বললাম, এবার তোমরা সবাই এখান থেকে নেমে যাও। তারপর আমার কাছ থেকে তোমাদের কাছে যদি কোনো হেদায়াত (অর্থাৎ, সঠিক পথের নির্দেশনা) পৌঁছে, যারা আমার হেদায়াতের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। সূরা বাকারা: ৩৮

আদম عليه السلام‎ ও তার স্ত্রীর ঘটনা উল্লেখ করে সূরা আরাফে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন:

(অর্থ) হে আদম সন্তান-সন্ততিগণ! শয়তান যেন কিছুতেই তোমাদেরকে প্রতারিত করতে না পারে, যেমন সে তোমাদের পিতা-মাতাকে জান্নাত থেকে বের করেছিল। সূরা আরাফ: ২৭ (আংশিক তরজমা)

শয়তানের পথ পরিহার করতে হবে। যত কথা ও কাজ শয়তান পছন্দ করে সেগুলি ছাড়তে হবে। চিন্তা, কথা ও কাজে পরিশুদ্ধি আনতে হবে। এগুলোর পরিশুদ্ধি নির্ভর করে অন্তরের পরিশুদ্ধির ওপর।

(ইনশাআল্লাহ চলবে)

Last Updated on November 21, 2023 @ 8:03 am by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it