৩য় তারাবীহ: তৃতীয় দেড় পারার মর্মার্থ
সূরা আলে ইমরানে যেসব বিষয় গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে সেগুলোর একটি হল ‘ইনফাক ফী সাবিলিল্লাহ’ আল্লাহর রাস্তায় খরচ করা। চতুর্থ পারার সূচনা পর্বে এ বিষয়ে বিশেষ দিক নির্দেশনা দিয়ে বলা হয়েছে, পূণ্য ও ছওয়াবের পূর্ণতা ততক্ষণ পর্যন্ত তুমি অর্জন করতে পারবে না যতক্ষণ না তুমি তোমার প্রিয় বস্তুকে খোদার রাহে উৎসর্গ করতে পেরেছো। কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে হলে প্রিয় বস্তুর বিসর্জন দিতেই হবে। (৯২)
ইনফাক ফী সাবিলিল্লাহর আলোচনার পর চতুর্থ পারা আরো কিছু বিষয় রয়েছে যা নিম্নে আলোচনা করা হলঃ
কিবলা পরিবর্তনের বিধান নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসের পরিবর্তে কাবাকে কিবলা নির্ধারণ করলেন তখন আহলে কিতাব হাঙ্গমা শুরু করে দেয়। তারা বলতে থাকে বাইতুল মাকদিস কাবা থেকে উত্তম। আল্লাহর জমীনে আল্লাহর ঘর হওয়ার একমাত্র সৌভাগ্য লাভ করেছে বাইতুল মাকদিস। আল্লাহ তা’আলা তাদের দাবী খণ্ডন করে দিয়ে বাইতুল্লাহর তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেনঃ পুরো পড়তে ক্লিক করুন: তৃতীয় দেড় পারা
Last Updated on June 30, 2024 @ 4:14 pm by IslamInLife বাংলা