২য় তারাবীহ: দ্বিতীয় দেড় পারার মর্মার্থ
(চলছে সূরা বাকারা…)
১১। ‘ইনফাক ফী সাবিলিল্লাহ’, বা আল্লাহর রাস্তায় খরচ করা প্রসংগে বলা হয়েছে, তোমরা কী খরচ করলে, কতটুকু করলে এগুলো মূল বিবেচ্য বিষয় নয়, বরং তোমরা যা খরচ কর তা কোন খাতে কর এবং কী নিয়তে কর সেটাই মূল বিবেচনার বিষয়। সুতরাং আল্লাহর দেয়া জান-মালের সঠিক পথে সঠিক ব্যবহার অবশ্য কর্তব্য। (২১৫)
১২। যে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তার সকল আমল বরবাদ হয়ে যায়, জাহান্নামই তার চিরস্থায়ী ঠিকানা (আর দুনিয়ায় মুরতাদের নগদ শাস্তি হল, ইসলাম ধর্মের সত্যতা ও মাহাত্ম্য বুঝানের পরেও যদি সে নিবৃত্ত না হয় তাহলে তাকে হত্যা করা হবে)। (২১৭)
১৩। স্থূল দৃষ্টিতে মদ জুয়ায় বাহ্যিক কিছু উপকার দেখা গেলেও তাতে শারীরিক, আর্থিক, চারিত্রিক এবং সামাজিক যে ক্ষতি তা ফায়েদার তুলনায় বহু গুণ বেশী। হাদীস শরীফে মদকে ‘উম্মুল খাবায়েস’ তথা সমস্ত গুনাহ ও নিকৃষ্টতার উৎস বলা হয়েছে। (২১৯)
দ্বিতীয় দেড় পারা (পুরো পড়তে ক্লিক করুন)
Last Updated on June 30, 2024 @ 4:08 pm by IslamInLife বাংলা