কুরআনতারাবীহ

৬ষ্ঠ তারাবীহ: ষষ্ঠ দেড় পারার মর্মার্থ

সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ, আয়াত দুইশত ছয়, রুকু চব্বিশ।
অন্যান্য মক্কী সূরার মত এ সূরাতেও তাওহীদ, রিসালাত ও আখেরাত- আকীদার এই তিনটি বিষয় গুরুত্বের সাথে স্থান পেয়েছে। সূরাটির প্রথম পর্বে নবী কারীম ﷺ এর চিরন্তন মুজেযা আল কুরআনের আলোচনা রয়েছে। বস্তুত কুরআন কারীম সমগ্র মানবতার প্রতি আল্লাহ তা‘আলার সবচেয়ে বড় নেয়ামত। এই সূরায় মানুষকে আল্লাহর বিভিন্ন নেয়ামতের প্রতি দৃষ্টি নিবদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। আল্লাহ তা‘আলা সকল মানুষকে এক পিতা থেকে সৃষ্টি করেছেন যেন তারা একে অপরের সহযোগী হয় এবং এ কথা মনে রাখে যে, মানবতার সৌধ নির্মাণে তারা একে অপরের ভাই। অনুরূপভাবে আল্লাহ তা‘আলা মানবজাতিকে যে সম্মান দান করেছেন তাও এই সূরায় বিবৃত হয়েছে। ইরশাদ হচ্ছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকৃতি গঠন করেছি এবং সকল ফেরেশতাকে তোমাদের পিতা আদমের সামনে সিজদাবনত হওয়ার নির্দেশ প্রদান  করেছি। ইবলীস ছাড়া সকলেই কিন্তু আদমের সামনে সিজদাবনত হয়েছিল। (১১)

পুরো পড়তে ক্লিক করুন: ষষ্ঠ দেড় পারা

Last Updated on June 30, 2024 @ 4:24 pm by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *