রমযানুল মুবারকের প্রস্তুতি – ৯
রোযার মূল উপার্জন হল তাকওয়া। তাকওয়া হল দ্বীনের ভিত্তি। আল্লাহ পাকের ভয়ে তাঁর নাফরমানি থেকে বাঁচাই তাকওয়া।
রোযা মুমিনকে তাকওয়া-সজ্জিত করে মুত্তাকী বানিয়ে দেয়। যদি রোযার মত রোযা হয়, মুমিন মুত্তাকীর স্তরে স্থায়ীভাবে উন্নীত হয়ে ধন্য হয়।
আমাদের এ প্রচেষ্টা সব সময়ই চালাতে হবে যেন মালিকের সব নাফরমানি বন্ধ করে দিতে পারি। রোযা এ প্রচেষ্টায় বিশেষ শক্তি যোগায়। টানা এক মাস দিনের বেলা হালাল খাবার ও হালাল জৈবিক চাহিদা হারাম করে দিয়ে ঈমানদারকে আরো অনেক অগ্রসর হওয়ার সুযোগ করে দেয়া হয়। এতে ফায়দা স্বয়ং মুমিনেরই – যে কিনা নিষ্ঠার সাথে রোযা রাখার চেষ্টাটুকু করে।
নাফরমানি বন্ধের এ চেষ্টার ফলে বান্দা তাকওয়ার বলে বলীয়ান হয়ে যায়। এভাবে রমযানের মাধ্যমে বান্দা বছরের বাকি সময় আল্লাহ তাআলার বাধ্য হয়ে থাকার বরকতপূর্ণ আত্মিক শক্তি অর্জন করে থাকে। এটা আল্লাহ পাকের কত বড় নেয়ামত।
Last Updated on February 4, 2023 @ 12:47 pm by IslamInLife বাংলা