রমযানুল মুবারকের প্রস্তুতি – ৭
কিছু কাজ আছে করণীয় আর কিছু আছে বর্জনীয়। এ কাজগুলো সবসময় এক রকম। যেটি করণীয় সবসময় করতে হবে, যেটা বর্জনীয় সবসময় বর্জন করতে হবে। রমযানেও এগুলোর হুকুম এক। কিন্তু আমাদের সমস্যা হল, বর্জনীয়গুলো বর্জন করি না, তাই করণীয় বর্জিত হয়ে যায় অথবা অবহেলিত থেকে যায়। সাধ্য আছে, সাধনা নেই। তাই এ দুরবস্থা।
সকালে পত্রিকা পড়া বা ফেসবুকে স্ট্যাটাস দেখার মতন যত কাজ আজ করা হয় — এগুলোর জায়েয সীমা অতিক্রম তো অবশ্যই জরুরি এবং বর্জনীয় কাজের অন্তর্ভুক্ত। কিন্তু দুর্ভাগ্যবশত এসব কাজে আমাদের সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে। একটু চিন্তা করুন, ভাবুন যে, আমাদের অনেকের অবস্থা এমন যে সপ্তাহ-মাস চলে যাচ্ছে কিন্তু কুরআনের যিয়ারত হচ্ছে না। তেলাওয়াত হবে কিভাবে?! তাহলে বর্জনীয় করে যাচ্ছি আর করণীয় বর্জিত হচ্ছে।
অতএব তওবা করে সঠিকভাবে সাধনা শুরু করতে হবে। আজ থেকে স্থির করি নিই, এখন থেকে নিয়ে পুরো রমযানে সকালে আগে কুরআন খুলব ইনশাআল্লাহ। অল্প হলেও কুরআন মাজীদ আগে পড়ব ইনশাআল্লাহ। দুই নম্বরে অন্য কাজ। এটাও কম নয়। রমযানে যদি পারি পুরা জীবনেও সম্ভব। এতটুকু সাধনা করতে পারব না?! ইনশাআল্লাহ পারব।
Last Updated on February 4, 2023 @ 12:42 pm by IslamInLife বাংলা