ইবাদতরমযান/রোযা

রমযানুল মুবারকের প্রস্তুতি – ৬

মুমিনের জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান। আজ আমরা জীবনের মূল্যই যখন নষ্ট করেছি তখন আর এক একটি মুহূর্তকে কিভাবে মূল্যায়ন করব?! কিন্তু মুহূর্তগুলো অবহেলা করেই কিন্তু আমাদের সম্পূর্ণ জীবন এতটা অবহেলিত হয়েছে। রমযানুল মুবারকের শেষ দশকেও তাই সেই গাফলতেরই পুনরাবৃত্তি ঘটে।
 
এখন থেকেই এ দোআ-তওবা-ইস্তেগফারে নিয়োজিত হই যে, অহেতুক কথা-কাজে লিপ্ত হব না। হয়ে গেলে তৎক্ষনাৎ তওবা করব ইনশাআল্লাহ। 
 
হিম্মতকে খুব কাজে লাগিয়েই মানুষ ভালো কিছু পায় – সেটি দ্বীন কিংবা দুনিয়ার যেকোনো বিষয় হোক। এখন থেকেই এ চিন্তা ও চেষ্টাকে জাগাতে হবে – সময়কে আল্লাহ পাকের কোনো নাফরমানিতে কাটাব না। ইনশাআল্লাহ রমযানও তাঁর অশেষ রহমত ও বরকত আমাদেরকে দেখাবে।

Last Updated on February 4, 2023 @ 12:39 pm by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *