রমযানুল মুবারকের প্রস্তুতি – ৩
রমযানুল মুবারক হল কুরআনের মাস। এ মাসের মহিমান্বিত রাতে পবিত্র কুরআন নাযিল হয়েছে। কুরআন হল রবের শাহী-ফরমান। মুমিন হৃদয়ের সবচেয়ে প্রিয় ও অমূল্য বিষয়। এ কুরআনের মাধ্যমেই মুমিন বাঁচা-মরার ও জীবনধারণের স্বপ্ন দেখে। তার সব পরিশ্রম ও পরিকল্পনা একে কেন্দ্র করে।
রমযান কুরআনকে পেয়ে ধন্য। এ উম্মত কুরআনকে পেয়ে ধন্য। রমযান ও মুমিনগণ কুরআনুল কারীম ও রাহমাতুল্লিল আলামীন ﷺ-কে পেয়ে ধন্য। সর্বোপরি সবাই মহান রাব্বুল আলামীনের সান্নিধ্য পেয়ে ধন্য।
কুরআন সবকিছুর মাঝে যোগসূত্র তৈরি করেছে। রমযানুল মুবারক বছরে একবার যখন ঘুরে আসে তখন এ কথাকেই স্মরণ করিয়ে দেয়, হে মুমিন! তুমি এসব সুমহান নেয়ামত পেয়ে ধন্য হয়েছ। নিজের মর্যাদা রক্ষার প্রয়াস চালাও। এ বন্ধন যেন আরও মজবুত হয়। কুরআন-সুন্নাহকে আঁকড়ে ধর।
এ রমযানে কুরআনের আলো যেন আমার জীবনকে আরও উজ্জীবিত করে – এ মজবুত নিয়ত প্রতিটি মুমিনের এখন থেকেই করা উচিত। এ শুধু কথায় নয়, এর প্রতিফলন ঘটাতে হবে ঈমানে ও আমলে। হে আল্লাহ! তুমি তাওফীক দাও। আমীন।
Last Updated on February 4, 2023 @ 12:25 pm by IslamInLife বাংলা