যেকোনো নেক কাজের শেষে দুটি কাজ
যেকোনো নেক কাজের শেষে দুটি কাজ করা উচিত। আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা (ইস্তেগফার) এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ (শুকরিয়া)।
এ কাজ দুটি এমন যে, প্রথমটি মানুষকে হতাশা থেকে ও দ্বিতীয়টি অহংকার থেকে রক্ষা করে। আমাদের নেক কাজ যত সুন্দরভাবেই সম্পন্ন করা হোক, তা ত্রুটি-বিচ্যুতি থেকে মোটেই মুক্ত নয়। তাই ক্ষমা চাওয়া প্রয়োজন। আবার যতটুকু নেক কাজই করা হল, সেটা যে নিজ শক্তি ও সামর্থ্যবলে সম্ভব হয়নি, কেবল আল্লাহ পাকের তাওফীকে সম্ভব হয়েছে, সেজন্য তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাই শোকরগুযার হতে হবে। এছাড়া ইস্তেগফার ও শুকরিয়া আদায়ের আরও অশেষ উপকার তো আছেই।
আমাদের উচিত রমযানুল মুবারকের শেষ দিনগুলোতে আল্লাহ পাকের কাছে খুব বেশি করে ইস্তেগফার ও শুকরিয়া করা।
অন্তত আস্তগফিরুল্লাহ ও আলহামদুলিল্লাহ পড়তে থাকি। আরও ভালো হয় যদি সুযোগ করে দুই রাকাত করে তওবার ও শুকরিয়ার নামায পড়ে নিলে। (সাহরীর উদ্দেশ্যে) রাতে ওঠা তো হয়ই – এ আর কঠিন কী!?
পরিশেষে, নেক কাজটি যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, তার জন্য বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোআ করাও উচিত।
Last Updated on February 14, 2023 @ 11:36 am by IslamInLife বাংলা