মৃত্যু প্রতিরোধের চেষ্টা!? – ১
একজন আলেমে দ্বীন এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেছেন: মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি তো অনেক তদবির করেছেন, এখন মৃত্যুর প্রস্তুতি গ্রহণের জন্য তদবির শুরু করুন।
মুসলমান হয়েও যারা মৃত্যু থেকে পালানোর ফিকিরে পড়ে, তাদের বোকা বললেও ভুল বলা হবে! মৃত্যু হবে, যথাসময়ে মৃত্যু আসবে। মৃত্যুকে কোনো ওষুধ বা ব্যবস্থা গ্রহণ করে ঠেকানো বা সামান্যতম পেছানো যাবে না।
সম্প্রতি বিশ্বস্ত সূত্রে শুনলাম, এক ব্যক্তি করোনার টিকা দিয়ে বিশ্বাস করছেন, টিকা দেওয়ার ফলে করোনায় সে মরবে না(!) অর্থাৎ, করোনা তাকে বড়জোর আক্রান্ত করতে পারবে। কিন্তু মারতে পারবে না(!!) দেখুন, কথিত সুশিক্ষিত সমাজের মানুষেরা আজ কেমন বিশ্বাস লালন করে! যে ব্যক্তি এ ধারণা পোষণ করে তার মতামত প্রকাশে করেছেন তিনি সমাজে বাহ্যত একজন শিক্ষিত ও সম্মানিত ব্যক্তিও! এর বিপরীতে আজ মনে পড়ছে, এক বৃদ্ধ গ্রাম্য ব্যক্তি (বেশ কিছুদিন আগের কথা) একদিন একটি কম বয়ষ্ক ছেলের মৃত্যুর কথা শুনে (এই প্রবন্ধের লেখককে) বলেছিলেন, “দেখ! একটা বাহানা, আর কিছুই না! আসলে তার মৃত্যু হওয়ার ছিল, হয়েছে। আল্লাহr নেওয়ার ছিল, নিয়ে গেসে!”
দু’জনই মুসলমান। কিন্তু দু’জনের মৌলিক বিশ্বাস ও ধ্যান-ধারণায় কত পার্থক্য..(!)
কেউ মুমিন বা মুসলমান মানে হল, সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, যে রোগ এসেছে আল্লাহর আদেশে এসেছে/আসে। তা বিদায়ও হবে তাঁর আদেশে। একইভাবে রোগের সাথে হোক বা না হোক, মৃত্যু আসবে আল্লাহ তাআলার আদেশেই। যার কাছে আসবে তাকে নিয়ে যেতেই মৃত্যু আসবে! তাকে সঙ্গে না নিয়ে সে যাবে না।
রোগ প্রতিরোধ বা প্রতিকারের চেষ্টা মানুষ করতে পারে, সে অনুমতি আছে। বরং, ইসলাম বলে যে, এ চেষ্টা সাধ্যমতন করা জরুরি। পক্ষান্তরে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যু প্রতিরোধের কি কোনো অনুমতি অথবা আদেশ আছে? প্রশ্নই আসে না!! কারণ, মৃত্যু যার কাছে আসে, আল্লাহ তাআলার আদেশ তো ঐ ব্যক্তির মৃত্যুই ঘটানো! কোনো সন্দেহ নেই যে মৃত্যুই নিজেই আল্লাহ তাআলার আদেশ। তাই মৃত্যু ঠেকানোর সামান্যতম চিন্তা কোনো মুসলমানের চিন্তা হয় কিভাবে?! কখনোই তা সম্ভব নয়।
অর্থাৎ, বোঝা গেল, ওষুধ, টিকা এগুলো করোনা (বা অন্য কোনো রোগ) প্রতিরোধ, প্রতিকার অথবা প্রশমনের জন্য দেওয়া/প্রয়োগ করা যেতে পারে, আর আমরা সেজন্যই দিয়ে থাকে। যেকোনো মুসলমান এই চেষ্টা আল্লাহ তাআলার আদেশেই করে থাকে। কিন্তু করোনা হোক বা অন্য যেকোনো রোগ হোক — তাতে মৃত্যু লেখা থাকলে সেটায় মানুষের কোনো চেষ্টা-তদবীরের সামান্যতম হাত নেই। মৃত্যুর বিরুদ্ধে মানুষের কোনো ব্যবস্থা কখনো কাজে আসবে না। মৃত্যুর বিরুদ্ধে মানুষকে লড়তে বলা হয়নি! মৃত্যু তার সময় মতন আসবে, মৃত্যুর মাধ্যমে আমাদের প্রত্যেকের পরীক্ষার জীবনের অবসান ঘটবে। আমাদেরকে চলে যেতে হবে আখেরাতে। তাই আমাদেরকে মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুতি নিতে আদেশ করা হয়েছে।
অতএব যে বা যারা ওষুধ বা টিকা দিয়ে মৃত্যু ঠেকানোর অথবা মৃত্যু পেছানোর চিন্তা করছে বা স্বপ্ন দেখছে তারা চরম নির্বোধ। মুসলমান হলে এ জাতীয় উদ্ভট চিন্তা-চেতনা-বিশ্বাস থেকে সম্পূর্ণভাবে তাদের তওবা করা জরুরি!
আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকার তাওফীক দান করুন! আমীন।
Last Updated on March 21, 2023 @ 12:26 pm by IslamInLife বাংলা