মুসলমানের পারিবারিক জীবন – ৫
পরিবারের যিনি ও যারা বড়, তাদের উচিত ছোটদেরকে এমনভাবে স্নেহ করা যেন অন্যরাও এটি শিখে। সবাই নিজের থেকে ছোটদের সঙ্গে তদনুযায়ী আচরণ করে। পিতা তার বড় ছেলেকে এ ব্যাপারে সাহায্য করবেন, দেখাবেন ছোট ভাইয়ের প্রতি কিভাবে সে তার মমত্ববোধ প্রকাশ করবে। বড় যদি ছোটকে স্নেহ করতে না শেখে, ছোট কিভাবে তার বড়কে মানতে শিখবে?!
আমরা যেটা করে থাকি, ছোট ছেলেকে দুটো চকলেট দিয়ে বলি, “একটা তোমার ভাইয়াকে (বা আপুকে) দাও!” বেচারা তখন চিন্তা করে, “আমি ওকে কেন দিব?! ও তো আমাকে কিছু দেয়নি!” কথা তো বাহ্যত ঠিকই! তাই বড় ভাইকেও শেখাতে হবে সে যেন ছোটদেরকে দান করে।
অর্থাৎ, আমরা ছোটদেরকে আচার-আচরণ না শিখিয়ে তাদের থেকে অনেক কিছু আশা করে ফেলি! সঠিক-বেঠিক না শিখিয়ে প্রথমেই ছোটদেরকে হুকুম করে কাজ আদায় করতে চাই। এটা যে ভুল এবং কার্যকর পদ্ধতি নয় সেটা একটুও ভাবি না। মানুষকে সংশোধনের জন্য চিন্তা করে কাজ করতে হয়। শুধু আচমকা কিছু শাসন ও আদর আদৌ সংশোধনের জন্য যথেষ্ট নয়। বরং অকস্মাৎ যে ‘এ্যাকশন’ আমরা নিয়ে থাকি, তার নেতিবাচক ফল আমাদের পরিবার-সংসারে বেশি পড়ে থাকে।
ছোটদের শিক্ষাদান, আচার-বিধি প্রশিক্ষণ প্রদান এবং তাদের প্রতি সত্যিকার মমত্ব প্রকাশের এ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একদম প্রাথমিক স্তর – তাদেরকে সুন্দরভাবে, ধৈর্যের সাথে সঠিক শিক্ষাটি আগে দেয়া। শুধু উপদেশের মাধ্যমে নয়, রীতিমত ‘প্র্যাকটিক্যাল’ দেখিয়ে তাদেরকে শেখাতে হবে। ইনশাআল্লাহ এতে ছোটবেলায়ই তাদের মনে গেঁথে যাবে ‘এভাবে কাজ করতে হয়, ওভাবে নয়’।
Last Updated on February 28, 2023 @ 12:55 pm by IslamInLife বাংলা