প্রত্যেক সালাতের পর মু’ওয়াওওয়াযাতাইন পড়ুন
যখন ফেতনা-ফ্যাসাদ চারদিকে এতটা প্রকট, আমরা কেউই আশঙ্কামুক্ত হতে পারছি না, ঈমান-আমল-জান-মাল ইত্যাদি নিয়ে এতটা শঙ্কাযুক্ত, তখন আমাদের প্রিয় নবীজি ﷺ এর নির্দেশনাগুলো মেনে চলা কত জরুরি?! যে কাজটি সবসময়ই জরুরি (প্রিয় নবীজি ﷺ এর নির্দেশনাগুলো মেনে চলা) সেটি তো কোনো কোনো অবস্থায় আরো বেশি জরুরি হয়ে পড়ে!
উকবা বিন আমের رضي الله عنه -এর সূত্রে বর্ণিত হয়েছে (অর্থ) রাসূলুল্লাহ ﷺ আমাকে প্রত্যেক সালাতের পর মু’ওয়াওওয়াযাতাইন (অর্থাৎ আশ্রয়দানকারী দুই সূরা — ফালাক ও নাস) পড়ার নির্দেশ দিয়েছেন। তিরমিযী
সূরা ফালাক ও সূরা নাসের গুরুত্ব, প্রয়োজনীয়তা, উপকারিতার কথা আমরা সাধারণ মুসলমানগণও খুব ভালো করে জানি! সমগ্র সৃষ্টিকূলের অনিষ্টতা থেকে ও বিশেষভাবে মানুষ ও মানুষরূপী প্রত্যেক শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার এত শক্তিশালী ঢাল আর কী হতে পারে যা আল্লাহ তাআলা তাঁর প্রিয় হাবীব ﷺ-এর ওপর নাযিল করেছেন?! শানে নুযূলও আমাদের অনেকেরই জানা! প্রিয় নবীজি ﷺ কে পর্যন্ত যাদু-টোনা করে তার পবিত্র সত্ত্বায় ক্ষতি পৌঁছানো জঘন্য পাঁয়তারা করা হয়েছিল। তখন এ দুটি সূরা নাযিল প্রিয় নবীজি ﷺ-এর রক্ষাকবচ হয়েছিল (মাশাআল্লাহ!)।
আমাদেরও সজাগ হতে হবে। তাই সকাল সন্ধ্যা যেমন তিনবার করে সূরা দুটি পড়ে থাকি এবং রাতে ঘুমানোর আগে তিনবার পড়ে যেমন এ সূরা দুটি শরীরে দম করে থাকি, আসুন উপরে বর্ণিত হাদীসের নির্দেশনা অনুযায়ী, আমরা আমাদের দৈনন্দিন আমলে প্রত্যেক সালাতের পর সুরা দুটি পাঠ করাকে যুক্ত করে নিই ইনশাআল্লাহ!
Last Updated on March 21, 2023 @ 11:20 am by IslamInLife বাংলা