অন্যান্য ইবাদত​

পুরো জীবনটাই আল্লাহ পাকের যিকির

আল্লাহ তাআলার যিকির সব আমলের প্রাণ। স্থান, কাল, পাত্র, অবস্থাভেদে যিকির বিভিন্ন রূপ নেয়। মুমিনের কোনো মুহুর্তই যিকিরবিহীন নয়।

রাসূলে আকরাম ﷺ উম্মতকে সর্বাবস্থায় যিকিরের সবচেয়ে সহজ ও কার্যকরী পথ দেখিয়ে গেছেন। কোথায়, কোনসময়ে, কোন অবস্থায় আল্লাহ তাআলার যিকির কী হবে; তার জীবন্ত নমুনাই ছিলেন আমাদের প্রিয় নবীজি ﷺ। স্থান, কাল, পাত্র, অবস্থাভেদে যত দোআ – সব তিনি ﷺ শিখিয়ে গেছেন উম্মতকে।

ঘুম থেকে উঠা নিয়ে একেবারে ঘুমানোর আগ পর্যন্ত – মধ্যবর্তী পুরো সময়ে উঠা, বসা, চলা-ফেরা, খাওয়া-পড়া – যত রকম কাজ-কর্ম হতে পারে সব কাজের আগে পরে এবং সুখ-দুঃখ, ক্লান্তি-শ্রান্তি, বিপদাপদ, শান্তি ও আনন্দ মুহুর্তগুলিতে উম্মত কোন দোআর মাধ্যমে আল্লাহ তাআলার শরণাপন্ন হবে – সব শিখিয়ে গেছেন প্রিয় নবীজি ﷺ।

এবার তাহলে বলুন আল্লাহ তাআলার যিকিরবিহীন থাকার অবকাশ কোথায়?!

Last Updated on July 2, 2024 @ 2:46 pm by IslamInLife বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: you are not allowed to select/copy content. If you want you can share it